Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ফেব্রুয়ারি ২০২৪

সাফল্য ও অর্জন

অর্জনঃ

রুপকল্প ২০৪১ ও উন্নত স্মার্ট বাংলাদেশ, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGs) সহ সরকারের সার্বিক উন্নয়ন-অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাফিক আর্টস ইনস্টিটিউট শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। গত তিন বছরে গ্রাফিক আর্টস ইনস্টিটিউট এর প্রধান প্রধান অর্জনসমূহ হলো- ৮০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কে ইন-হাউজ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি, গ্রাফিক ডিজাইন এবং প্রিন্টিং টেকনোলজির আওতায় ল্যাবসমুহের আধুনিকায়ণ, নতুন ল্যাব স্থাপন ও ওয়ার্কশপ এ আধুনিক যন্ত্রপাতি সংযোজন, মহিলা কর্মকর্তা ও কর্মচারী এবং ছাত্রীদের নামাজের জন্য স্থান নির্ধারণ, সুপেয় পানির ব্যবস্থা, প্রশাসনিক ও একাডেমিক ভবনের সংস্কার, মসজিদের সংস্কার ও আধুনিকায়ণ করা হয়েছে। ইন্ডাষ্ট্রি-ইনস্টিটিউট লিংকেজ বৃদ্ধি কার্যক্রমের আওতায় ১০টি শিল্প-কারখানার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। সকল শ্রেনি কক্ষে শিক্ষা কার্যক্রম, ল্যাব, ওয়ার্কশপ ও ক্যাম্পাস সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। সামনের দেয়াল সংস্করণ ও সৌন্দর্য বর্ধন করা হয়েছে। বঙ্গবন্ধু কর্নার স্থাপন ও সৌন্দর্যবর্ধন করা হয়েছে। পরিত্যাক্ত ও বন্ধ হোস্টেল বসবাস উপযোগি করে খুলে দেওয়া হয়েছে।

২০২৩-২০২৪ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জন সমূহ :

  • Four Color Hi-tech Offset Printing Machine স্থাপন।
  • চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববাজারের উপযোগী কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের ০১ (এক)টি ল্যাব আধুনিকায়ণ।
  • Hardware Lab স্থাপন।
  • আধুনিক Quality Control Lab স্থাপন।
  • শিক্ষার্থীদের শিল্প-কারখানা পরিদর্শন বৃদ্ধি ও শিল্প-কারখানার Expert দ্বারা অতিরিক্ত ক্লাশ গ্রহণ।
  • প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর ৯৫০জন কে উপবৃত্তি প্রদান।
  • ছাত্র-ছাত্রীদের দক্ষতা ও কর্মস্থানের লক্ষ্যে জব-ফেয়ার ও স্কিলস কম্পিটিশন আয়োজন।
  • ইনস্টিটিউট-ইন্ডাষ্ট্রির মধ্যে সম্পর্ক বৃদ্ধিকরণ।
  • কর্মস্থানের লক্ষ্য অর্জনের জন্য প্লেসমেন্ট সেলের কার্যক্রম জোরদারকরণ।