Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মার্চ ২০২৫

RPL সম্পর্কে

শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Accelerating and Strengthening Skill for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় নিম্নবর্ণিত অকুপেশন সমূহে ০৩(তিন) দিন ব্যাপী RPL (Recognition of Prior Learning) কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। RPL কার্যক্রমটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে বিনামূল্যে পরিচালিত হচ্ছে।

 

মূলত অনেকেই Graphic Design for Freelancing এ অনেক দক্ষ। কিন্তু তাদের Graphic Design এর উপর কোন সরকারী সার্টিফিকেট নেই। তাদের দক্ষতা যাচাই পূর্বক সার্টিফিকেট দেয়ার কার্যক্রম শুরু করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্বাবধানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বা National Skills Development Authority (NSDA). মূলত Assessment (পরীক্ষায়) অংশগ্রহণ করে সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে Graphic Arts Institute এ হচ্ছে Graphic Design for Freelancing, Level 3 এবং IT Support Service, Level 3 এর Assessment. ফ্রিতে ভর্তি কনফার্ম করে স্কিল অনলাইন অরিয়েন্টেশন ও সরাসরি অ্যাসেসমেন্ট (২+১)= ০৩ দিনের প্রোগ্রামে অংশগ্রহন করতে আজই রেজিষ্ট্রেশন করুন। রেজিষ্ট্রেশন/আবেদন করার পর আপনার সাথে অতি দ্রুত যোগাযোগ করা হবে

 

* নূন্যতম ২০জন ভর্তি হওয়া সাপেক্ষে NSDA এর সিডিউল অনুযায়ী এসেসমেন্ট হবে।