Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ ডিসেম্বর ২০২৩

এক নজরে

গ্রাফিক আর্টস ইনস্টিটিউট বাংলাদেশের রাজধানী মোহাম্মদপুরে একটি প্রযুক্তি ভিত্তিক মনোটেকনিক প্রতিষ্ঠান। এটি কারিগরি শিক্ষা অধিদপ্তরের (ডিটিই) অধীনে পরিচালিত হয়। এটি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কোর্সগুলির জন্য একমাত্র সরকারী মুদ্রণ ভিত্তিক মনোটেকনিক ইনস্টিটিউট। এটি তিনটি প্রযুক্তিতে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ডিপ্লোমা সরবরাহ করে, ১. মুদ্রণ প্রযুক্তি, ২. গ্রাফিক ডিজাইন এবং, ৩. কম্পিউটার প্রযুক্তি।

এক পলকেঃ

১. প্রতিষ্ঠিত: ১৯৬৭
২. ই-মেইল: [email protected]
৩. ওয়েবসাইট: www.gai.polytech.gov.bd
৪. ফোন: + 8802-58151777
৫. চার বছরের কোর্স: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
৬. জমির ক্ষেত্র: ৫.৫৩ একর
৭. বিভাগ (০৩):
                      ক। মুদ্রণ প্রযুক্তি
                      খ। গ্রাফিক ডিজাইন প্রযুক্তি
                      গ। কম্পিউটার সায়েন্স প্রযুক্তি
৮. শর্ট কোর্স (০১ টি ট্রেড):
                     ক। গ্রাফিক ডিজাইন
৯. বিল্ডিং:
              ক) প্রশাসনিক ভবন (একতলা প্রশাসনিক ভবন)।
               খ) একাডেমিক বিল্ডিং (০১টি ৩ তলা বিল্ডিং, ০১টি ২ তলা বিল্ডিং, ৩০,০০০ বর্গফুট কর্মশালা)।
               গ) কোয়ার্টার (দুই তলা অধ্যক্ষের বাংলো। শিক্ষক ও কর্মচারীদের জন্য ৩ তলা ০৩ বিল্ডিং)।
               ঘ) হোস্টেল পুরুষ (একটি U- আকার ৩ তলা বিল্ডিং; ধারণ ক্ষমতা: ১২০ জন ছাত্র)।

2023-12-24-08-37-ceeca6d2a4d2c1defd15498f47625bd4.pdf 2023-12-24-08-37-ceeca6d2a4d2c1defd15498f47625bd4.pdf